প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নীলুফার আহমেদকে পুনঃনিয়োগ
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:১২ ২৩ নভেম্বর ২০২০

নীলুফার আহমেদ- ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদ। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রোববার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
সচিব পদমর্যাদা ও আনুষঙ্গিক সুবিধাসহ প্রধামন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত নীলুফারকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নীলুফারের নিয়োগ কার্যকর হবে। এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্তগুলো অপরিবর্তিত থাকবে বলেও আদেশে বলা হয়েছে।
নীলুফারসহ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সংখ্যা পাঁচজন। বাকি চারজন হলেন- ফেরদৌস আহমেদ খান, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও মো. মশিউর রহমান (হুমায়ুন)।
ডেইলি বাংলাদেশ/আরএইচ