ব্রণ ও ব্রণের দাগ দূর করার জাদুকরী এক উপায়
প্রকাশিত: ১৫:১৩ ১১ জুলাই ২০২১

ব্রণ ও ব্রণের দাগ দূর করবেন যেভাবে। ছবি: সংগৃহীত
গরমে ব্রণ হওয়ার প্রবণতা একটু বেশিই দেখা দেয়। কারণ গরমে ত্বকে ঘাম হয় এবং ময়লা আটকে যায়। এছাড়া ত্বক তৈলাক্তও হয়ে পড়ে। এর ফলে ত্বকের অন্যান্য সমস্যার সঙ্গে সঙ্গে ব্রণের সমস্যাও দেখা দেয়। অনেক সময় ব্রণ সেরে গেলেও রয়ে যায় ব্রণের দাগ।
এই সমস্যার সমাধানে ঘরোয়া একটি উপাদান বেশ কার্যকরী। আর সেটি হচ্ছে পুদিনা পাতা। পুদিনায় রয়েছে মেন্থল যা ব্রণের লালচে ভাব কমায়। এছাড়া ব্রণ শুকানোর পাশাপাশি ব্রণের দাগ দূর করতেও অতুলনীয়। চাইলে পুদিনা পাতার রস সরাসরি ব্যবহার করতে পারেন ব্রণে। আবার লেবুর রসের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করেও ব্যবহার করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক ব্রণ দূর করতে কীভাবে ত্বকে পুদিনা ব্যবহার করবেন-
যা যা লাগবে
পুদিনা পাতা, লেবু, তুলা।
তৈরি ও ব্যবহার পদ্ধতি
মুঠোভর্তি পুদিনা পাতা ও ১ চা চামচ লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে নিন। তুলার টুকরায় পুদিনার পেস্ট নিয়ে ব্রণের দাগের উপর লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন দুইবার এই পেস্ট ব্যবহার করুন। ধীরে ধীরে ব্রণ ও ব্রণের দাগ দূর হবে।
ডেইলি বাংলাদেশ/এএ