বিমানের নতুন এমডি আবু সালেহ মোস্তফা কামাল
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:৩০ ২৩ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ১৭:৩৯ ২৩ ফেব্রুয়ারি ২০২১

ড. আবু সালেহ মোস্তফা কামাল। ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল।
মঙ্গলবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের দায়িত্বে ছিলেন ড. আবু সালেহ মোস্তফা কামাল।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেনকে সচিব পদে পদোন্নতির পর ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডআর