সন্তানকে মারধরের কারণ জানতে চাওয়ায় মাকে বেঁধে নির্যাতন
প্রকাশিত: ১১:০১ ২৩ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ১১:৪৫ ২৩ ফেব্রুয়ারি ২০২১

ফাইল ছবি
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি পানত্রিশা গ্রামে এক গৃহবধূকে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার গৃহবধূ ছালেহা বেগম ওই এলাকার কৃষক মো. কামাল উদ্দিনের স্ত্রী।
ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, এ ঘটনায় লোহাগাড়ায় থানায় করা মামলায় চুনতি পান্ত্রিশা গ্রামের মো. ফরিদুল আলম ও তার স্ত্রী খুকি আকতারকে আটক করা হয়েছে।
ওসি আরো জানান, ছালেহা বেগমের ছেলে মহিম পাশে ফরিদুল আলমের বাড়ির উঠানে খেলছিল। এসময় তারা পূর্ব শত্রুতার জের ধরে মহিমকে মারধর করে।
পরে ছেলেকে মারধরের কারণ জানতে গেলে ছালেহা বেগমকে ওড়না দিয়ে বেঁধে রাখা হয়। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে আহত ছালেহা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ও দুইজনকে আটক করে।
ডেইলি বাংলাদেশ/জেএস