বাড়ি থেকে চার কিলোমিটার দূরে মিলল গৃহবধূর গলাকাটা লাশ
রাজবাড়ী প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:৩৬ ২২ ফেব্রুয়ারি ২০২১

ফাইল ছবি
রাজবাড়ীর কালুখালীতে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে নাজমা বেগম নামে এক গৃহবধূর লাশ পেয়েছে পুলিশ। সোমবার সকালে ওই উপজেলার রাইপুরে একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাজমা বেগম একই উপজেলার কোমরপুরের বিল্লাল মণ্ডলের স্ত্রী।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ্জামান জানান, সোমবার সকালে স্থানীয়রা গৃহবধূ নাজমা বেগমের গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে বাড়ি থেকে চার কিলোমিটার দূরের কাশমিয়ার বিল নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নাজমা বেগম ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। রোববার বিকেলে তিনি পাংশা উপজেলায় তার বোনের বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ডেইলি বাংলাদেশ/এআর