কর্মস্থলে ফেরার পথে লাশ হলেন স্ত্রী, স্বামী হাসপাতালে
প্রকাশিত: ১৬:৫০ ২২ ফেব্রুয়ারি ২০২১

দুর্ঘটনা কবলিত অটোরিকশা
বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় এক অটোযাত্রী নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামী ও চালক আহত হয়েছেন।
সোমবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী রাণী যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের দীপঙ্কর বিশ্বাসের স্ত্রী। আহত অটোচালক জিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, শিল্পী রাণী বগুড়ার শিবগঞ্জ উপজেলার গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন। তিনি ছুটিতে গ্রামের বাড়ি ছিলেন। ছুটি শেষে সোমবার স্বামী দীপঙ্কর বিশ্বাসের সঙ্গে যশোর থেকে কর্মস্থলে ফিরছিলেন শিল্পী রাণী। সান্তাহার রেলস্টেশনে নেমে একটি অটোরিকশা ভাড়া নেন তারা। শিবপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিল্পী রাণী নিহত হন। আহত দীপঙ্কর বিশ্বাস ও অটোচালক জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর