চলতি অর্থবছরে কৃষিতে ৩৭২ কোটি টাকা প্রণোদনা দিয়েছে সরকার
প্রকাশিত: ১৬:৪১ ২২ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ১৭:২৩ ২২ ফেব্রুয়ারি ২০২১

ফাইল ফটো
প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে প্রায় ৫৭ লাখ কৃষকের মধ্যে ৩৭২ কোটি টাকার প্রণোদনা দিয়েছে সরকার।
কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার বলা হয়, মোট ২৩ লাখ ৬৪ হাজার বিঘা জমি এ কর্মসূচির আওতায় এসেছে।
করোনাভাইরাস মহামারি মোকাবিলা ও বন্যার ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেয়া হয়েছে। প্রণোদনার আওতায় বীজ, চারা, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও আনুষঙ্গিক সহায়তাও রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বরাদ্দ হতে এ প্রণোদনা বিতরণ করা হয়।
৩৭২ কোটি টাকার মধ্যে করোনাভাইরাস মহামারি ও বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে দেয়া হয়েছে ১১২ কোটি টাকার প্রণোদনা। রবি মৌসুমে মাসকলাই, মুগ, সূর্যমুখী, সরিষা ও ভুট্টাসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধিতে দেয়া হয়েছে ৯০ কোটি টাকার প্রণোদনা।
এছাড়াও বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে বিনামূল্যে বীজ সহায়তা বাবদ ১৩৬ কোটি টাকা, পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে ২৫ কোটি টাকা এবং ৬১ জেলায় একই পরিমাণে হাইব্রিড বোরো ধান চাষের জন্য ৯ কোটি টাকার প্রণোদনা দেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ/এইচএন