চাবি হারিয়ে আটকেপড়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ছাড়ল ৩ ঘণ্টা দেরিতে
প্রকাশিত: ১২:৪১ ২২ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ১২:৫৪ ২২ ফেব্রুয়ারি ২০২১

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন
প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিরাজগঞ্জ ছেড়েছে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। চাবি হারিয়ে যাওয়ায় ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশনে আটকা পড়ে। সোমবার সকাল ৯টায় বিকল্প ইঞ্জিন নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
নির্ধারিত সময় সকাল ৬টায় ট্রেনটির সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
সিরাজগঞ্জের রায়পুর স্টেশন মাস্টার গোলাম হোসেন বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনের (লোকোমোটিভ) চাবি (রিভারসার হ্যান্ডেল) হারিয়ে যাওয়ায় ট্রেনটি দুই থেকে তিন ঘণ্টা দেরিতে বিকল্প ইঞ্জিন নিয়ে স্টেশন ছেড়ে গেছে। অনেক খুঁজেও চাবি না পাওয়ায় অন্য স্টেশন থেকে ইঞ্জিন আনা হয়। এতে সময় লেগে গেছে।
রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. ফুয়াদ হাসান বলেন, কোনো কারণ ছাড়াই যাত্রীবাহী ট্রেনের যাত্রা বিলম্ব আনাকাঙ্ক্ষিত। কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে কেন এ ধরনের ঘটনা ঘটেছে। যাত্রা বিলম্বে কারো দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ