রুয়েট শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত: ১৯:০০ ২১ ফেব্রুয়ারি ২০২১

রুয়েট শিক্ষার্থী স্বাক্ষরের মরদেহ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনা ঘটে।
জানা যায়, বেলা ১২ টার দিকে মতিহার থানা এলাকায় লোটাস ছাত্রাবাসে তার রুমে অচেতন অবস্থায় পড়ে ছিল। এ সময় ছাত্রাবাসের অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রুয়েট শিক্ষার্থীর নাম স্বাক্ষর সাহা। সে রুয়েটের সিভিল ইন্জিনিয়ারিং ১৫ তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুর সদরে।
মতিহার থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, স্বাক্ষর অসুস্থ ছিল। শনিবার সে স্বাভাবিক নিয়মে তার রুমে ঘুমিয়ে পড়ে। রোববার দুপুর পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে রুমে সে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য ছাত্ররা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে সে মারা গেছে। তবে তার মারা যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ