সর্বস্তরে বাংলার প্রচলন হবে, আশা সিইসির
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:১৮ ২১ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ১৭:৪৪ ২১ ফেব্রুয়ারি ২০২১

কে এম নুরুল হুদা- ফাইল ছবি
সরকারি সব দফতর-সংস্থার সর্বস্তরে বাংলা প্রচলনের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। রোববার কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন (ইসি) এরই মধ্যে তাদের তিনটি নীতিমালা ইংরেজি থেকে বাংলায় করার জন্য আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই এই নীতিমালাগুলো ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত হবে।
তিনি বলেন, শুধু নির্বাচন কমিশন নয়, সরকারি সব প্রতিষ্ঠান, সংস্থা তাদের নীতিমালা বাংলায় নিয়ে আসবে বলে আমি আশা করি। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পরিবর্তন হচ্ছে। আশা করি, সর্বস্তরে বাংলা প্রচলন হবে।
ডেইলি বাংলাদেশ/আরএইচ/এইচএন