বিমানবন্দরে লরির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
প্রকাশিত: ১২:২৭ ২১ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ১২:৩০ ২১ ফেব্রুয়ারি ২০২১

ফাইল ছবি
রাজধানীর বিমানবন্দরের ভিআইপি গেট এলাকায় লরির ধাক্কায় মোটরসাইকেল চালক এক কিশোর শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মোহাম্মদ কিবরিয়ার (১৩)। বাবার নাম শহিদ মিয়া। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। উত্তরার বালুর মাঠ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কিবরিয়া বিমানবন্দর এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। রাতে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে বিমানবন্দর ভিআইপি গেট এলাকায় একটি লরি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন কিবরিয়া। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডআর