নগ্ন ছবি নিয়ে ঝড় উঠলেও নির্বিকার ওজনিয়াকি
প্রকাশিত: ১৪:০৩ ৪ জুলাই ২০১৭ আপডেট: ১৬:১১ ১৮ জানুয়ারি ২০২০

নগ্ন ছবি নিয়ে ঝড় উঠলেও নির্বিকার ওজনিয়াকি
চার বছর আগে আগনিয়েশ্কা রাদওয়ানস্কার নগ্ন শরীরের ছবি আলোড়ন ফেলেছিল টেনিসবিশ্বে। তার পুনরাবৃত্তি ঘটালেন ক্যারোলিন ওজনিয়াকি। সম্প্রতি একটি পত্রিকার প্রচ্ছদে ওজনিয়াকির নগ্ন শরীরের ছবি ছাপা হয়েছে। যা নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন ২৬ বছরের টেনিস তারকা। তিনি বলেছেন, ‘‘আমার সৌন্দর্যকে কেন গোপন রাখতে হবে? শারীরিক সৌন্দর্যকেও আমি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। বরং আমার মনে হয়েছে, যারা তা নিয়ে হইচই করছেন তারা স্বাভাবিক নন।’’
সুইমস্যুটে ওজনিয়াকির ছবি আগেও প্রকাশিত হয়েছে। কিন্তু এবারের মতো তা এত উগ্র এবং সাহসী নয়। যদিও ওজনিয়াকি মনে করছেন, এই নগ্ন ছবি শ্যুট করার সময় তিনি কোনওরকম অস্বস্তিবোধ করেননি। তিনি বলেছেন, ‘‘১২ বছর ধরে আমি পেশাদারি টেনিস সার্কিটে রয়েছি। মহিলা হয়েও শ্যুটিংয়ের সময় আমি অস্বস্তিবোধ করিনি। তাহলে লোকে তা নিয়ে কেন এত উত্তেজিত হয়ে পড়ছেন, সেটাই বুঝতে পারছি না।’’
ডেইলি বাংলাদেশ/এসআই