পর্নোগ্রাফি আইনে মামলা করলেন সুবাহ
প্রকাশিত: ২৩:৪৪ ১২ জানুয়ারি ২০২২ আপডেট: ০০:০৩ ১৩ জানুয়ারি ২০২২

পর্নোগ্রাফি আইনে মামলা করলেন সুবাহ; ছবি: সংগৃহীত
অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ ও গায়ক ইলিয়াস হোসাইনের বিবাহ বিচ্ছেদ হয়েছে। এই দু’জনের সংসার ভাঙা নিয়ে বেশকিছু দিন ধরেই আলোচনা সমালোচনা হচ্ছে। এবার ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে ইলিয়াস-সহ দুজনের বিরুদ্ধে মামলা করে সেই আলোচনায় ঘি ঢাললেন অভিনেত্রী সুবাহ। মামলার অন্য আসামি কারিন নাজ।
বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বুধবার (১২ জানুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন>>>বহু পুরুষে আসক্ত সুবাহ, তাকে টেস্ট করা হোক: ইলিয়াস
তিনি বলেন, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে বনানী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন শাহ হুমায়রা সুবাহ। আজ এ মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
আরো পড়ুন>>>কাদা-ছোড়াছুড়ির পর প্রকাশ্যে ইলিয়াস-সুবাহ’র অন্তরঙ্গ ভিডিও
মামলার অভিযোগে বাদী বলেন, আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে স্ক্রিনশট পাঠায় ও সামাজিক মর্যাদা হানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে।এজহারে বলা হয়, কারিন নাজ হলেন গায়ক ইলিয়াস হোসাইনের কথিত স্ত্রী ও মডেল।
এর আগেও ৩ জানুয়ারি ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা করেন সুবাহ। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ জানুয়ারি।
ডেইলি বাংলাদেশ/SA