দুদকের মামলায় জামিন পেলেন এমপি জিন্নাহ
প্রকাশিত: ২১:২৮ ১ মার্চ ২০২১

মো. শরিফুল ইসলাম জিন্নাহ
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত বগুড়া-২ আসনের এমপি মো. শরিফুল ইসলাম জিন্নাহ।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আইনজীবীর মাধ্যমে আসামি শরিফুল ইসলাম জিন্নাহ আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। এসময় দুদক জামিনের বিরোধিতা করেন। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত বিশ হাজার টাকা মুচলেখায় মামলা তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
জানা যায়, এ মামলায় শরিফুল ইসলাম উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষের দিকে হওয়ায় এদিন বিচারিক আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।
গত ২ ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ ওই মামলা করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
মামলায় তার বিরুদ্ধে ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার ৭৭০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
ডেইলি বাংলাদেশ/আরএইচ