সেক্স টয় বিক্রি: ছয়জন দুইদিন করে রিমান্ডে
প্রকাশিত: ২২:৪৭ ২৮ ফেব্রুয়ারি ২০২১

ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে সেক্স টয় বিক্রি করার অভিযোগে করা মামলায় ছয়জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালতে আসামিদের হাজির করা হয়। এসময় পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে আসামিরা হলেন- রেজাউল আমিন হৃদয়, মীর হিসাম উদ্দিন বায়েজিদ, মো. সিয়াম আহমেদ ওরফে রবিন, মো. ইউনুস আলী, আরজু ইসলাম জিম ও চক্রের প্রধান মো. মেহেদী হাসান ভূইয়া ওরফে সানি।
গতকাল শনিবার মিরপুর থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সেক্স টয়, ৫টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও ৯টি সিম কার্ড উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএইচ