সোনাসহ গ্রেফতার বিমানযাত্রীর স্বীকারোক্তি
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:৩৯ ২৮ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কেজি ২৯০ গ্রাম সোনাসহ গ্রেফতার সরোয়ার উদ্দিন নামের এক যাত্রী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
গত ২২ জানুয়ারি আসামি সরোয়ার উদ্দিনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আসামিকে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ জানুয়ারি সকাল ১১টার দিকে মাসকাট থেকে আসা ওই বিমানযাত্রীর কাছ থেকে ঢাকা কাস্টমস হাউজের গোয়েন্দা দল ৭ কেজি ২০০ গ্রাম ওজনের ৬২টি সোনার বার ও ৯০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করে।
ডেইলি বাংলাদেশ/জেডআর