নুরসহ ছয়জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৭ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:২৯ ২৫ নভেম্বর ২০২০ আপডেট: ১৭:৪৮ ২৫ নভেম্বর ২০২০

নুরুল হক নুর- ফাইল ছবি।
রাজধানীর কোতোয়ালি থানায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ, অপহরণ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি’র আদালত নতুন এই তারিখ ধার্য করেন।
আজ এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ধার্য করেন আদালত।
মামলার আসামিরা হলেন- নাজমুল হাসান সোহাগ (২৮), হাসান আল মামুন (২৮), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর (২৫), মো. সাইফুল ইসলাম (২৮), নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকী (২৩)। তাদের মধ্যে নাজমুল হাসান সোহাগ, সাইফুল ও নাজমুল হুদা কারাগারে আছেন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ/AN/এইচএন