চাকরির সুযোগ দেবে ‘হাঙ্গার প্রজেক্ট’
প্রকাশিত: ১৫:৩২ ২৮ জুন ২০২২

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। ছবি: সংগৃহীত
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’। প্রতিষ্ঠানটি তাদের ঢাকাস্থ প্রজেক্টর জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি কান্ট্রি ডিরেক্টর।
পদের সংখ্যা : উল্লেখ নেই।
আবেদন যোগ্যতা : ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সমমান বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ১৫-২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে প্রাইভেট, পাবলিক, বাইলেটা-রেল বা মাল্টিলিটারেল ডেভেলপমেন্ট বা অলাভজনক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সমস্যা সমাধান, ক্রিয়েটিভ থিংকিং ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নেতৃত্ব দেওয়ার গুণ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহীদের সিভি পাঠাতে হবে দি হাঙ্গার প্রজেক্ট, ২/২ মিরপুর রোড, ব্লক-এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায়। যারা দেশের বাইরে বসবাস করছেন তারা সিভি পাঠাতে পারেন [email protected] এই ঠিকানায়।
ডেইলি বাংলাদেশ/কেবি