৬০ জন ফ্রেশ গ্রাজুয়েট নেবে হুয়াওয়ে
জব কর্নার ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:০৭ ২৩ জুন ২০২২

ছবি: সংগৃহীত
দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন ৬০ জন কর্মী খুঁজছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। ব্যক্তি ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের কাছে ডিজিটাল পাওয়ার এবং ক্লাউড সল্যুশনস পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
পদগুলো হলো: বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, সল্যুশনস আর্কিটেক্ট ও সার্ভিস ইঞ্জিনিয়ার।
সারা দেশের সিএসই, ইইই, ইসিই কিংবা ইটিই বিভাগের শিক্ষার্থীরা এসব পদে আবেদন করতে পারবে। সদ্য স্নাতক পাশ করেছে অথবা চতুর্থ বর্ষ বা শেষ সেমিস্টারে পড়ছে এমন শিক্ষার্থীরা এই পদের জন্য অগ্রাধিকার পাবে।
মাসিক বেতনের পাশাপাশি নির্দিষ্ট ছয় মাসের চাকরি শেষে এই ৬০ কর্মীদের একটি করে চাকরির সনদ প্রদান করা হবে।
জুন ২০২২ এর মধ্যে আগ্রহীরা [email protected] এ ঠিকানায় ইমেল প্রেরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ডেইলি বাংলাদেশ/কেবি