বিয়ের আগে যৌন সঙ্গম না করাই আসল ভালোবাসা: পোপ ফ্রান্সিস
প্রকাশিত: ২২:১৮ ২১ জুন ২০২২ আপডেট: ১৩:৩৯ ২২ জুন ২০২২

ছবি: পোপ ফ্রান্সিস
ভ্যাটিকান সিটি প্রধান পোপ ফ্রান্সিস দাবি করেছেন, বিয়ে না হওয়া পর্যন্ত এক জন ব্যক্তি চাইলে যৌন সম্পর্কে লিপ্ত না-ও হতে পারেন। বিয়ের আগে নিজের সঙ্গীকে সঙ্গম থেকে বিরত করাই যুক্তিযুক্ত এবং সত্যিকারের ভালোবাসার লক্ষণ।
রোমের বিশপ ও ক্যাথলিক চার্চের প্রধান এবং ২০১৩ সাল থেকে ভ্যাটিকান প্রধানের দায়িত্বে থাকা পোপ ফ্রান্সিসের দাবি, সঙ্গীর যৌন সঙ্গমের ইচ্ছেকে প্রশ্রয় না দিয়ে সেই সম্পর্ককে আরো সুরক্ষিত করা যায়। তিনি আরো দাবি করেছেন, বর্তমানে যৌন সম্পর্কের সঙ্গে যুক্ত বিভিন্ন উত্তেজনা বা চাপের কারণে অনেকে যুগলের সম্পর্ক ভেঙে যায়।
তবে তার এই মন্তব্যের জন্য অনেকেরই সমালোচনার মুখে পড়েছেন পোপ।
আরো পড়ুন>> সাগরে ডুবে গেল বিশ্বের সবচেয়ে বড় ভাসমান রেস্তোরাঁ ‘জাম্বো কিংডম’
ধ্যম ইতালীয় ধর্মতত্ত্ববিদ ভিটো মানকুসোকর মতে, এই রকম মন্তব্য করে প্রেমে যৌন মিলনের গুরুত্বকে অস্বীকার করেছেন পোপ। ক্যাথলিক চার্চ সঙ্গমের গুরুত্ব বুঝতে অক্ষম বলেও তিনি মন্তব্য করেন তিনি।
সূত্র: আনন্দবাজার
ডেইলি বাংলাদেশ/মাহাদী