ভালোবাসা বঞ্চিত ছিল টেক্সাসের বন্দুকধারী সেই তরুণ, হত হেনস্তার শিকারও
প্রকাশিত: ১৭:০৭ ২৬ মে ২০২২ আপডেট: ১৭:১৩ ২৬ মে ২০২২

ছবি: সালভাদোর রামোস
টেক্সাসের স্কুলে গুলিবর্ষণকারী তরুণ সালভাদোর রামোসের দীর্ঘ ১৭ বছরের প্রতিবেশীর সঙ্গে কথা বলেছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
রুবেন ফ্লোরেস (৪১) নামে ওই প্রতিবেশী বলেন, সালভাদোর রামোস পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকে তার ছেলের সঙ্গে খেলতে আসত।
তিনি বলেন, ‘ছেলেটা চুপচাপ ধরনের ছিল। আমি যতটা দেখেছিলাম, ওর মা কখনোই ছেলেকে সত্যিকারের ভালোবাসা দেখাননি। ছেলেটার জীবনটা সম্ভবত ছিল কষ্টের।’
ফ্লোরেস জানান, ১৪/১৫ বছর বয়সে রামোস তার বাড়িতে আসা বন্ধ করে দেয়। তার আচরণ বদলে গিয়েছিল। ফ্লোরেসের মতে, সে সম্ভবত স্কুলে একা হয়ে গিয়েছিল।
ফ্লোরেস বলেন, ‘ওর সঙ্গে কথা বলে তেমন সাড়া পেতাম না। মাঝে মাঝে সত্যিই হতাশ বলে মনে হতো ছেলেটাকে।’
আরো পড়ুন>> টেক্সাসে স্কুলে বন্দুকধারীর বড় হামলা, শিশুসহ নিহত ২১
তিনি আরো বলেন, ‘ছেলেটি প্রায় দুই মাস আগে তার দাদির কাছে চলে যায়। তিনি জানান, ছেলেটির মায়ের মাদকের অভ্যাস ছিল, যার মাত্রা বেড়ে গিয়েছিল।’
সালভাদোর রামোসের আরেক প্রতিবেশি জোসেফ মোরেনো জানান, ‘ছেলেটি ছোট বেলায় তার স্কুলের সহপাঠীদের দ্বারা হেনস্তার শিকার হত। তার কথা বলার ক্ষেত্রে কিছুটা অসাড়তা থাকায় সহপাঠীরা ব্যাপারটি নিয়ে তাকে ক্ষেপাত। এছাড়া সে দরিদ্র পরিবারের হওয়ার কারণেও অনেকে তাকে তাচ্ছিল্য করত।’
শৈশবে রামোসের নানাভাবে হেনস্তা হওয়ার ঘটনা তার সাবেক সহপাঠীরাও অনেকে বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে জানিয়েছে।
ডেইলি বাংলাদেশ/মাহাদী