প্রেমিককে কষে চড় মারায় তরুণীর কারাদণ্ড
প্রকাশিত: ২৩:৫৩ ২৭ জানুয়ারি ২০২২ আপডেট: ২৩:৫৪ ২৭ জানুয়ারি ২০২২

প্রতীকী ছবি
‘বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও...। সংগীতশিল্পী জগজিৎ সিংয়ের এটি একটি বিখ্যাত গান। তবে সেই বেদনা কখনো কখনো মধুর হয় না। তেমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।
অঙ্গরাজ্যটির লারেডোতে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রেমিকা কষে চড় মেরেছে তার প্রেমিককে। তবে এ ঘটনা বরদাস্ত না করে রীতিমতো মামলা করে বসেছেন ঐ প্রেমিক। সেই মামলায় ঐ তরুণীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরো পড়ুন>>> এয়ার ইন্ডিয়ার মালিক হলো টাটা
মর্নিং টাইমস এক প্রতিবেদনে জানায়, এ ঘটনায় এলিজাবেথ মালডোনাডো মন্টোয়া (২০) নামে ঐ তরুণীকে পারিবারিক সহিংসতার অভিযোগে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
বুলেভার্ড বিশ্ববিদ্যালয়ে কাছে এ ঘটনা ঘটে। ওই তরুণ পুলিশকে জানান, এলিজাবেথের সঙ্গে তার একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে মেজাজ হারান এলিজাবেথ। শান্ত করার জন্য তার হাত চেপে ধরলে প্রেমিকের গালের ডান দিকে চড় মারেন এলিজাবেথ।
আরো পড়ুন>>> ভারতে খোলা বাজারে করোনা টিকা বিক্রির অনুমোদন
বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে এলিজাবেথকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। অবশ্য ঐ তরুণের নাম প্রকাশ করা হয়নি।
ডেইলি বাংলাদেশ/জেডআর