চাঁদে আছড়ে পড়তে চলেছে স্পেসএক্স’র রকেট
প্রকাশিত: ২০:৪৮ ২৬ জানুয়ারি ২০২২ আপডেট: ২০:৫১ ২৬ জানুয়ারি ২০২২

ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় সাত বছর ধরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ঘোরাঘুরি করার পর এবার চাঁদে আছড়ে পড়তে চলেছে ইলন মাস্কের স্পেসএক্স এর একটি রকেট।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে এক আন্তঃগ্রহ মিশনের অংশ হিসাবে ফ্লোরিডা থেকে পাঠানো হয়েছিল রকেটটি। যার ভেতরে ছিল ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি নামের একটি স্যাটেলাইট।
আরো পড়ুন>> দলিত বর ঘোড়ায় চড়ায় বিয়েবাড়িতে ভাঙচুর!
কিন্তু ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি নামের ওই স্যাটেলাইটটি পাঠানোর পরে রকেটটির ইঞ্জিনগুলো জ্বালানির অভাবে প্রায় বিকল হয়ে যায়। রকেটিটির পক্ষে পৃথীবি ও চাঁদের মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে ফিরে আসাও অসম্ভব হয়ে পড়ে।
ফলে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে রকেটটি মহাকাশে এদিক-ওদিক ভাসতে থাকে।
সম্প্রতি দেখা গেছে, রকেটটি চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। মহাকাশ পর্যবেক্ষকদের ধারণা রকেটটি আগামী ৪ মার্চ প্রতি সেকেন্ডে ২.৫৮ কিলোমিটার বেগে চাঁদের ওপর আছড়ে পড়তে পারে।
সূত্র: ডেইলি মেইল
ডেইলি বাংলাদেশ/মাহাদী