তিন আফগান নারী গণমাধ্যমকর্মী হত্যার দায় স্বীকার দায়েশের
প্রকাশিত: ১০:২৫ ৪ মার্চ ২০২১ আপডেট: ১০:২৮ ৪ মার্চ ২০২১

নিহত তিন আফগান নারী গণমাধ্যমকর্মী- ছবি: সংগৃহীত
আফগানিস্তানে জালালাবাদ শহরে দুটি হামলায় তিন আফগান নারী গণমাধ্যমকর্মীকে হত্যার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
পার্সটুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এনিকাস টেলিভিশন চ্যানেলের ওই তিন নারী কর্মী কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন এবং অন্য একজন মারাত্মক আহত হন। আলাদা দুটি হামলায় এসব গণমাধ্যম কর্মী হতাহত হন।
প্রতিবেদনে আরো বলা হয়, দায়েশের সন্ত্রাসীরা নারী গণমাধ্যম কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
ইনিকাস টেলিভিশনের প্রধান কর্মকর্তা জালমান লতিফ বলেন, মুরসাল ওয়াহিদি, সাদিয়া সাদাত ও শাহনাজ রৌফি নামের এই তিন গণমাধ্যমকর্মীকে হত্যার মধ্য দিয়ে আমাদের সতর্ক সংকেত দেয়া হয়েছে।
লতিফি বলেন, নিহত তিন কর্মী বিনোদনমূলক অনুষ্ঠান স্থানীয় ভাষায় ডাবিং করে বাড়ি ফিরছিলেন। আফগানিস্তানে টেলিভিশন ও রেডিওতে কাজ করা খুবই ঝুঁকির বিষয়। এ ঝুঁকি কমাতে হলে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ