পথচারীদের গল্প শুনে টাকা দিচ্ছেন এই যুবক
প্রকাশিত: ১৪:২৬ ২৭ জানুয়ারি ২০২১

রাজ ডাগওয়ার
সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত একটি প্ল্যাকার্ড হাতে ফুটপাতে দাঁড়িয়ে থাকেন এক যুবক। প্ল্যাকার্ডে লেখা, আপনার গল্প আমায় বলুন। বদলে আমি আপনাকে ১০ রুপি দেবো।
ভারতের উত্তর প্রদেশের রাজ ডাগওয়ার নামের এক যুবক এমনি অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছেন।
এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রাজ ডাগওয়ার বলেন, আজকাল আমরা কেউ কারোর সঙ্গে কথা বলি না। অথচ কত কথা বলার থাকে! বাড়ি ফিরেও নিজেদের চার দেয়ালে বন্দি করে ফেলি। মনে জমে থাকা কথা ভাগ করে নেয়া আর হয় না। গত কয়েকদিন প্রায় ১০০ মানুষের গল্প শুনলাম। এটা দারুণ একটা সুযোগ।
২০১৯ সালে এই রোগেরই খপ্পরে পড়েছিলেন ভারতের পুনের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রাজ ডাগওয়ার। মনের জোরে আর পরিবারের চেষ্টায় মন খারাপের কালো মেঘ কাটিয়ে উঠেছেন তিনি। কিন্তু এই রোগের ব্যাথাটা ভালই বোঝেন।
প্রতিদিন প্রায় পাঁচ-ছয়ঘণ্টা অচেনা মানুষদের সঙ্গে সময় কাটান রাজ। এক-একজনের গল্প শুনতে একঘণ্টার বেশি সময় দেন কখনো কখনো। তাদের মনের গভীরে পৌঁছে যাওয়াই আসল উদ্দেশ্য।
মনোবিদরা বলছেন, ক্যান্সারের চেয়েও মারাত্মক ব্যধি হয়ে দাঁড়াচ্ছে এই ডিপ্রেসন।
ডেইলি বাংলাদেশ/জেএস