শিগগিরই হোয়াইট হাউসে ঢুকবে ‘চ্যাম্প-মেজর’
আন্তর্জাতিক ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০০:৩০ ২৪ জানুয়ারি ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর চ্যাম্প ও মেজর। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউসে বসবাস শুরু করলেও তার পোষা কুকুর চ্যাম্প ও মেজরকে এখনও সেখান নেয়া হয়নি।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, জার্মান শেফার্ড জাতের কুকুরগুলোকে খুব শিগগিরই হোয়াইট হাউসে আনা হবে। হোয়াইট হাউজে পোষা প্রাণী রাখার বিপক্ষে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চ্যাম্প ও মেজরকে আনার মাধ্যমে বাইডেন আবারো হোয়াইট হাউজে পোষা প্রাণী রাখার ঐতিহ্যকে ফিরিয়ে আনবেন।
বাইডেনের পোষা কুকুর চ্যাম্প ২০০৮ সাল থেকে তার সঙ্গে আছে। ডেলাওয়্যার হিউম্যান সোসাইটি থেকে ২০১৮ সালে মেজরকে তুলে এনেছিল বাইডেন। এই দুই প্রাণী বাইডেনের খুবই অনুগত।
ডেইলি বাংলাদেশ/এমকে