কৃষ্ণসাগরে রুশ পণ্যবাহী জাহাজডুবি
প্রকাশিত: ২০:৫৬ ১৭ জানুয়ারি ২০২১

ছবি: সংগৃহীত
তুরস্কে কৃষ্ণসাগর উপকূলে রাশিয়ার পতাকাধারী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
রোববার তুরস্কের বার্টিন রাজ্যের গভর্নর সিনান গুনেরের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ডুবে যাওয়া আরভিন নামের জাহাজটিতে মূলত শুকনো পণ্য বহন করা হয়। উত্তরাঞ্চলীয় বার্টিন রাজ্যের ইনকুমু উপকূলে এটি তলিয়ে যায়।
জাহাজটির ১৫ জন ক্রু সদস্য তিনটি লাইফবোটে আটকে পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান গুনের।
তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ওই এলাকায় উদ্ধাকারীবাহিনী মোতায়েন কঠিন হয়ে পড়েছে। উদ্ধারকারীদের মোতায়েন চেষ্টা অব্যহত রয়েছে। রুশ পতাকাবাহী জাহাজটির মালিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। আমরা তাদের উদ্ধারে সবকিছু করছি।
উদ্ধার অভিযানে তুরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এবং কোস্টগার্ড কাজ করছে।
এরইমধ্যে ৫ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে দু‘জনের।
আরভিনের ক্রুরা সবাই রুশ নাগরিক বলেও জানান গুনের।
ডেইলি বাংলাদেশ/মাহাদী