‘সংকটপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন করায় বাংলাদেশিদের ধন্যবাদ’
প্রকাশিত: ০১:৪২ ১০ জানুয়ারি ২০২১ আপডেট: ১১:৪৭ ১০ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার সংকটপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন করায় বাংলাদেশি নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন।
শনিবার তিনি বলেন, আমি বাংলাদেশের অনেক নাগরিককে ধন্যবাদ জানাই, যারা এই কঠিন সময়ে সমর্থন দিয়েছেন। কংগ্রেস ভবন ক্যাপিটলে যারা সহিংসতা চালিয়েছে, অপরাধ সংগঠিত করেছে- তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং আইনের শাসন মেনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ওয়াশিংটনের নিন্দনীয় ঘটনার পরও মার্কিন কংগ্রেস তার সাংবিধানিক দায়িত্ব সম্পন্ন করেছে এবং নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে।
আর্ল মিলার বলেন, প্রতিটি গণতান্ত্রিক জাতির গল্প হলো তাদের প্রতিষ্ঠার মতাদর্শ জাগ্রত রাখার চলমান সংগ্রামের। গণতন্ত্রের পরীক্ষা হয়। মাঝে মাঝে হোঁচট খেতে হয়। কিন্তু প্রতিশ্রুতিশীল নাগরিকদের কাজের মধ্য দিয়ে আমরা ফিরে আসি। যুক্তরাষ্ট্রেও আমরা তাই করছি। আমরা সবাই মিলে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
ডেইলি বাংলাদেশ/এমকে/আরএইচ