২৮ বছর ধরে ছেলেকে ফ্ল্যাটে আটকে রেখেছিলেন মা
প্রকাশিত: ১০:৫১ ২ ডিসেম্বর ২০২০ আপডেট: ১১:৪৯ ২ ডিসেম্বর ২০২০

২৮ বছর ধরে ছেলেকে আটকে রেখেছিলেন মা
ছেলেকে ২৮ বছর ধরে ফ্ল্যাটে আটকে রেখেছেন এক মা। সুইডেনের স্টকহোম শহরে এ ঘটনা ঘটেছে। ৪১ বছর বয়সী ছেলেকে উদ্ধারের পর দেখা গেছে, তার দাঁত প্রায় নেই। এমনকি ঠিকমতো কথা বলার ক্ষমতাও নেই। শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন।
ডয়সে ভেলের একটি প্রতিবেদন অনুসারে, স্টকহোম পুলিশের মুখপাত্র ওলা ওস্টের্লিং জানিয়েছেন, সেই মাকে স্বাধীনতা হরণ এবং শারীরিক ক্ষতি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। যদিও সত্তরোর্ধ্ব ওই নারী সব অভিযোগ অস্বীকার করেছেন।
আরো পড়ুন: আসল ‘মোগলি’র খোঁজ মিলল জাকার্তায়
সূত্র জানায়, ১২ বছর বয়সে ছেলের স্কুলে যাওয়া বন্ধ করে দেন ওই নারী। তখন থেকেই বন্দি হয়ে আছে সে। সম্প্রতি ওই ছেলে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় নারীকে। তখনই এক আত্মীয় বন্দি ছেলের দেখা পান। ছেলেটি এখন হাসপাতালে ভর্তি, তবে তার আঘাত আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
আরো পড়ুন: নারায়ণগঞ্জে ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনল চালক
ওই আত্মীয় জানান, যে ঘরে ছেলেটি বন্দি ছিল সেটিতে মূত্র, কাদা এবং ধুলায় ভর্তি। পচা গন্ধ থেকে তার মনে হয়েছে, কখনোওই ঘর পরিষ্কার করা হয়নি। তিনি আরো জানান, আমি জানতাম ওর মা বরাবরই ওকে নিয়ন্ত্রণ করে আসছে, কিন্তু তা এই মাত্রায় ভাবতেই পারিনি।
ডেইলি বাংলাদেশ/জেএস