জার্মানিতে পথচারীদের ওপর তুলে দেয়া হল গাড়ি, নিহত ২
প্রকাশিত: ২০:৫৭ ১ ডিসেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন।
মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রিয়ের শহরে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ট্রিয়ের পুলিশ এক টুইটে জানিয়েছে, পথচারীদের চাপা দেয়া গাড়ির চালককে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করেছে পুলিশ।
স্থানীয়দের সিটি সেন্টার এলাকা আপাতত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় মেয়র উলফ্রাম লেইবে জানিয়েছেন, গাড়িচাপায় অন্তত দুইজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। কয়েকজনের আঘাত বেশ গুরুতর।
তাৎক্ষণিকভাবে গাড়িটি পথচারীদের চাপা দেয়ার কারণ জানা যায়নি। এ বিষয়ে পুলিশ বা স্থানীয় কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ফ্রাঙ্কফুর্ট থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ট্রিয়ের শহরটি। এখানেই রয়েছে বিখ্যাত পোর্তা নিগ্রা। মঙ্গলবার গাড়িচাপা ঘটনাটি ঘটেছে রোমানদের নির্মিত গেটটির কাছেই। এছাড়া কার্ল মার্কসের জন্মস্থান হিসেবেও বেশ বিখ্যাত ট্রিয়ের।
ডেইলি বাংলাদেশ/মাহাদী