লেবাননের আকাশসীমায় ইসরায়েলী যুদ্ধবিমানের অনুপ্রবেশ
আন্তর্জাতিক ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:১৮ ১ ডিসেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লেবাননের আকাশসীমায় একাধিকবার অনুপ্রবেশ করেছে ইসরায়েলী যুদ্ধবিমান।
সোমবার রাজধানী বৈরুতসহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলের আকাশসীমা ইসরায়েলী যুদ্ধবিমান অনুপ্রবেশ করে বলে অভিযোগ করেছে লেবানন।
এক প্রতিবেদনে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, বৈরুত ও সুবুরবস বাসিন্দারা যুদ্ধবিমানের শব্দ শুনেছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলী যুদ্ধবিমান বৈরুতসহ দেশটির ছয়টি এলাকার আকাশসীমা লঙ্ঘন করেছে।
এছাড়া ইসরায়েলী বিমান সিদন শহর ও জেজিন শহরের ওপর দিয়ে উড়ে গেছে। এই এলাকাগুলো উত্তর বৈরুতের কাছে।
ডেইলি বাংলাদেশ/মাহাদী
English HighlightsREAD MORE »