হোয়াইট হাউস ছাড়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
প্রকাশিত: ১০:২৯ ২৭ নভেম্বর ২০২০ আপডেট: ১০:৫৯ ২৭ নভেম্বর ২০২০

ডোনাল্ড ট্রাম্প (ছবি: সংগৃহীত)
আরো এক পা পিছনে গেলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানালেন, ইলেকটোরাল কলেজের ভোটের মাধ্যমে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলে হোয়াইট হাউস ছেড়ে দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, বৃহস্পতিবার ফের ৩ নভেম্বরের ভোটে পরাজয় অস্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, এটা মেনে নেয়া ‘কঠিন’। এ সময় ভোট জালিয়াতির অভিযোগের কথাও উল্লেখ করেন ট্রাম্প। সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব কথা জানানো হয়েছে।
ভোটে অনিয়ম নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার লোকজন বেশকিছু আইনি পদক্ষেপ নিলেও কোনোটিই ধোপে টেকেনি। এসব নিয়ে কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর অবশেষে গত মঙ্গলবার ক্ষমতা হস্তান্তরে রাজি হন ডোনাল্ড ট্রাম্প।
৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে অনানুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করেছেন জো বাইডেন। ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট হতে ২৭০টির বেশি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। এ ছাড়া পপুলার ভোটেও ট্রাম্পের চেয়ে ৬০ লাখেরও বেশি ভোট বাড়তি পেয়েছেন বাইডেন।
আগামী ১৪ ডিসেম্বর ইলেকটোরাল কলেজ সদস্যদের ভোট নেয়া হবে। সব ঠিকঠাক থাকলে এরপর ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করবেন জো বাইডেন।
ডেইলি বাংলাদেশ/আরএএইচ/এমকেএ