গাড়ি চালানো অবস্থায় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
প্রকাশিত: ২১:৩৭ ২৬ নভেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
পূর্ব জেরুজালেমে গাড়ি চালানো অবস্থায় এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
বুধবার একটি ইসরায়েলি তল্লাশি চৌকির কাছে এ ঘটনা ঘটে বলে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহত ফিলিস্তিনি যুবকের নাম নুর সাকির। তিনি পূর্ব জেরুজালেমের সিলওয়ানের বাসিন্দা।
এদিকে ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তল্লাশি চৌকি থেকে এই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এছাড়া দায়িত্বরত কর্মকর্তাকে হালকাভাবে আঘাত করতে উদ্যত হয়। পরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানায় ইসরায়েলি বাহিনী। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মারা যায় এই ফিলিস্তিনি।
এদিকে, মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে ইসরায়েলি বাহিনী মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করছে যা খুবই নিন্দনীয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, পেটে গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি মারা গিয়েছে।
ডেইলি বাংলাদেশ/মাহাদী