বাইডেনকে ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণ
প্রকাশিত: ১৬:৪১ ২৪ নভেম্বর ২০২০ আপডেট: ১৮:০৬ ২৪ নভেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ট্রান্সঅ্যাটল্যান্টিক সম্পর্ক পুনর্নির্মাণ এবং পরের বছর ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের সঙ্গে সাক্ষাত করার আমন্ত্রণ জানিয়েছেন ন্যাটো প্রধান ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ এক কর্মকর্তা।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা যায়, ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বাইডেনের সঙ্গে ফোনালাপে নির্বাচনের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তাকে ব্রাসেলসে সামরিক জোটের সদর দফতর সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
জানা গেছে, সামরিক জোটের এক বিবৃতিতে মিশেল “শক্তিশালী ট্রান্সঅ্যাটল্যান্টিক” সম্পর্ক পুনঃনির্মাণের প্রস্তাব দেয়ার সময় বাইডেনকে "ন্যাটো ও ট্রান্সঅ্যাটল্যান্টিক সম্পর্কের দীর্ঘদিনের সমর্থক হওয়ার জন্য ধন্যবাদ জানান।
এদিকে বাইডেন বলেছেন, ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদের চুক্তিটি লন্ডনকে অবশ্যই সম্মান করতে হবে। কারণ এটি আয়ারল্যান্ড দ্বীপে শান্তি রক্ষা করে সহায়তা করবে। অন্যথায় ব্রিটেনের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি হবে না।
ডেইলি বাংলাদেশ/আরএএইচ/মাহাদী