রাশিয়াকে ৫০টি ভেন্টিলেটর দিলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০০:১৯ ২২ মে ২০২০ আপডেট: ০০:২৪ ২২ মে ২০২০

ছবি- সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাশিয়ায় ৫০টি ভেন্টিলেটরসহ চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন বিমানবাহিনীর একটি বিমানে তা পৌঁছে দেয়া হয়। খবর রয়টার্স’র।
আক্রান্তের হিসাবে বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের পরই রাশিয়ার অবস্থান। বৃহস্পতিবার পর্যন্ত রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫৫৪ জন। আর মারা গেছেন ৩ হাজারের অধিক লোক।
রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সালিভান বলেছেন, যুক্তরাষ্ট্র নির্মিত ৫০টি ভেন্টিলেটর রাশিয়াকে দেয়া ৫৬ লাখ ডলারের মানবিক সহযোগিতা প্রতিশ্রুতির প্রথম কিস্তি। আগামী সপ্তাহে আরো ১৫০টি ভেন্টিলেটর দেয়া হবে।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রকে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল রাশিয়া।
ডেইলি বাংলাদেশ/আরএ