কুকুর ছিনিয়ে নিলো রিপোর্টারের মাইক্রোফোন
প্রকাশিত: ১৪:১৮ ৫ এপ্রিল ২০২১ আপডেট: ১৪:২৪ ৫ এপ্রিল ২০২১

মাইক্রোফোন ছিনিয়ে নেয় কুকুর। ছবি: সংগৃহীত
লাইভ রিপোর্ট চলাকালে নানা সময় নানান মজার ঘটনা ঘটে যায়।আর এইসব ঘটনা সরাসরি সম্প্রচারের কারণে এই ভিডিওগুলো মুহূর্তের মধ্যে পৌঁছে যায় সবার কাছে। মজার সেসব ঘটনা নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়।
তবে এবারো সেরকমই এক মজার ঘটনা ঘটে গেল রাশিয়ার এক নারী টিভি উপস্থাপিকার সঙ্গে। জানা যায় ওই নারী আবহাওয়া বার্তা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছিলেন। হঠাৎ করে একটি কুকুর এসে তার মাইক্রোফোন নিয়ে দৌড় দিয়ে। মজার ব্যাপার হলো উপস্থাপিকাও সঙ্গে সঙ্গেই কুকুরটির পেছনে দৌড় দেন। অবশ্য কিছুক্ষন পরেই কুকুরের কাছ থেকেই মাইক্রোফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আলি ওযকুক নামের এক রুশ সংবাদকর্মী শুক্রবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে টুইটারে এটি পোস্ট করেন। যার ক্যাপশন ছিল, রাশিয়ায় একটি কুকুর রিপোর্টারের মাইক্রোফোন ছিনিয়ে নিলো এবং সরাসরি সম্প্রচার চলাকালীন তা নিয়ে দৌড় দিলো। পোস্টটি এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ মিলিয়ন মানুষ দেখেছেন এবং মন্তব্য করেছেন ৬৩ হাজারের বেশি।
ডেইলি বাংলাদেশ/এসএ