ফোল্ডেবল আইফোনের দিকে নজর অ্যাপলের
প্রকাশিত: ১৮:০৯ ১৮ জানুয়ারি ২০২১ আপডেট: ১৫:৩২ ২৩ জানুয়ারি ২০২১

ফোল্ডেবল স্ক্রিনের পরীক্ষা-নিরীক্ষা শুরু অ্যাপলের। ফাইল ছবি
অ্যাপলের নজর এবার ফোল্ডেবল ফোনের দিকে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ল্যাবে প্রোটোটাইপ (ডামি) ফোল্ডেবল স্ক্রিনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।
২০২২ সালে ফোল্ডেবল আইফোনের দেখা মিলতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা। তবে কারিগরি কোনো সমস্যার সমাধান না হলে ফোল্ডেবল আইফোন নাও আসতে পারে বাজারে।
জানা গেছে, ফোল্ডেবল ফোন বাজারে এলেও স্ক্রিন হবে আইফোন ১২ প্রো ম্যাক্সের মতো। তার মানে ৬.৭ ইঞ্চি স্ক্রিনই থাকছে। স্ক্রিনের নিচে হিঞ্জ থাকবে।
নতুন আইফোনে ফেস আইডির পাশাপাশি থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কারণ মাস্ক পরে ফেস আইডি দিয়ে ফোনের লক খোলা যায় না। তাই আইফোন ১০ এ বাতিল করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি ফিরিয়ে আনতে যাচ্ছে অ্যাপল।
আইফোন ছাড়াও এ বছর নতুন আইপ্যাড প্রো আনবে অ্যাপল। এতে থাকবে মিনিএলইডি ডিসপ্লে ও দ্রুতগতির প্রসেসর। এর সঙ্গে দেখা মিলবে নতুন আইপ্যাড এয়ারের।
ডেইলি বাংলাদেশ/এনকে/জেএইচএফ