জনপ্রিয়তায় ভাটা, হোয়াটসঅ্যাপের আপডেট স্থগিত
প্রকাশিত: ১৩:৫৩ ১৬ জানুয়ারি ২০২১

আপডেট স্থগিত করল হোয়াটসঅ্যাপ। ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তায় ভাটা পড়েছে তাদের নীতিগত পরিবর্তনের সিদ্ধান্তের কারণে। অনেকেই অ্যাপটি ছেড়ে বিআইপি, ট্রেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করেছেন। এর মধ্যেই ঘোষিত সেই আপডেট আপাতত স্থগিত করেছে হোয়াটসঅ্যাপ।
চাপে পড়ে আপডেট স্থগিত করার তথ্য নিজস্ব ব্লগে জানিয়েছে ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
এর আগে হোয়াটসঅ্যাপ জানায়, তারা প্রাইভেসি পলিসি পরিবর্তন করছে। নতুন নীতিমালা অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করতে হবে। ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে নতুন নীতি গ্রহণ না করলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে। তাদের এই কঠোর নীতিতে অসন্তুষ্ট অনেক ব্যবহারকারী।
সম্প্রতি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সাম্প্রতিক আপডেট নিয়ে প্রচুর মানুষের বিভ্রান্তির কথা আমরা শুনেছি। এই আপডেট ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করার ক্ষমতা আমাদের দিচ্ছে না।
এই আপডেটের যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে তা হল—ব্যবহারকারীর চ্যাট সংক্রান্ত যাবতীয় তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করতে পারে হোয়াটসঅ্যাপ। মূলত বিভিন্ন বিজ্ঞাপনের জন্যই নাকি এটি করা হবে। কিন্তু এই অভিযোগকে ‘বানোয়াট’ বলছে তারা।
১৫ মে নতুন অপশন আসার আগে এই পলিসি নিয়ে ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে যাওয়ার পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। লোকেশন সংক্রান্ত সব তথ্য ‘অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেড’ থাকে বলেও এ দিন দাবি করেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের মতে, নীতিমালার এই হালনাগাদ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের গোপনীয়তার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। আগে যা ছিল, তা-ই থাকবে। হালনাগাদ যে জায়গায় হয়েছে, সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে।
ডেইলি বাংলাদেশ/এনকে