তুর্কসেল মহাব্যবস্থাপকের দেয়া তথ্য
তুর্কি অ্যাপ ‘বিআইপি’তে দিনে ২০ লাখ ব্যবহারকারী বাড়ছে
প্রকাশিত: ১৭:৪৪ ১৫ জানুয়ারি ২০২১ আপডেট: ১৭:৪৫ ১৫ জানুয়ারি ২০২১

তুর্কি বার্তা আদানপ্রদানের অ্যাপ বিআইপি। ছবি: সংগৃহীত
চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তায় টান পড়েছে তাদের নীতিগত বদলের কারণে। আর ঠিক এ সময়ে তুর্কি বার্তা আদানপ্রদানের অ্যাপ বিআইপি (BiP) তে যোগদানের সংখ্যা বাড়ছে।
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক মালিকাধানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ নিজেদের গোপনীয়তার নীতিমালায় পরিবর্তন আনার পর থেকেই তুরস্কের এই অ্যাপে প্রতিদিন ব্যবহারকারী বাড়ছে ব্যাপক হারে।
অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তুরস্কের রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি তুর্কসেলের মহাব্যবস্থাপক মুরাত এরকান সংবাদমাধ্যম ডেইলি সাবাহকে জানান, কয়েকদিন ধরে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় ২০ লাখ করে নতুন ব্যবহারকারী পাচ্ছে তারা।
জার্মানি হচ্ছে বিআইপির অন্যতম বৃহত্তম সক্রিয় বাজার। ফ্রান্স ও ইউক্রেনেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অ্যাপটি ডাউনলোড করেছেন। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অ্যাপটির ব্যাপক চাহিদা রয়েছে। একইসঙ্গে মুসলিম বিশ্বের ব্যবহারকারীদের মাঝেও অ্যাপটি ব্যবহারের বৃদ্ধি ঘটেছে। বর্তমানে অ্যাপটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এক কোটি বলে জানান তিনি।
শুক্রবার বাংলাদেশ বিকেল ৫টা পর্যন্ত তুর্কসেলের এই অ্যাপটি শুধু গুগল প্লে স্টোরেই পাঁচ কোটিবার ডাউনলোড করা হয়েছে। এ ছাড়া অ্যাপলের আইফোন ব্যবহারকারীরাও অ্যাপটি ব্যবহার করছেন। গুগল প্লে স্টোরে অ্যাপটি সম্পর্কে রিভিউ দিয়েছেন এক মিলিয়নের বেশি মানুষ।
নিরাপদভাবে বার্তা আদান-প্রদানকারী অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তুরস্কের বৃহত্তম রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ‘তুর্কসেল’। বিআইপি ২০১৩ সালে চালু হয়ে কয়েক বছরের ব্যবধানে ১৯২টি দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
ডেইলি বাংলাদেশ/এনকে