শাহজাদপুরে স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচন
প্রকাশিত: ১৯:০৪ ১৫ মার্চ ২০২১

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার কার্যক্রম (সিজারিয়ানসহ) চালু হয়েছে। এর মধ্য দিয়ে এ উপজেলার মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দ্বার উন্মোচিত হলো।
সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি মো. হাসিবুর রহমান স্বপন।
তিনি বলেন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। নতুনভাবে এ সুবিধা চালুর মাধ্যমে এ এলাকার মানুষের স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচন হলো। শাহজাদপুরবাসীর জন্য এটি অত্যন্ত আনন্দের খবর। এখন রোগীরা যেন নিরাপদ সেবা পায় এবং ভোগান্তির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের।
এ সময় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ইউএনও শাহ মো. শামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এআর