শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ১৪:১৫ ১৫ মে ২০২২ আপডেট: ১৫:৪৬ ১৫ মে ২০২২

ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ।
রোববার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির জনসমর্থন নেই। আওয়ামী লীগ জনগণের রাজনীতির করে, গণমানুষের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে বলেই এগিয়ে গেছে, আরো এগিয়ে যাবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর গতিতে চলছেন বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।
তিনি বলেন, পৃথিবীর যেখানেই যাই মানুষ জিজ্ঞাসা করে তোমাদের এত উন্নয়ন অর্জনে শেখ হাসিনার ম্যাজিকটি কী? কীভাবে তিনি বদলে দিলেন বাংলাদেশকে, কীভাবে তিনি একের পর এক মেগা প্রজেক্ট বাস্তবায়ন করে এগিয়ে চলছেন? বিশ্বের যে প্রান্তেই যাবেন যেকোনো মানুষের কাছেই জানবেন শেখ হাসিনার বিকল্প কেউ নেই। বিশ্ববাসী এটা অন্তর দিয়ে বিশ্বাস করে।
মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, আগাখান মিন্টু এমপি প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/জাআ/এমএস/এইচএন