টাই-ব্রেকারে এফএ কাপের শিরোপা জিতে নিল লিভারপুল
স্পোর্টস ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০১:১৬ ১৫ মে ২০২২

ছবি: সংগৃহীত
নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য থাকার পর টাই-ব্রেকারে এফএ কাপের শিরোপা জিতে নিল লিভারপুল। ১৬ বছর পর এফএ কাপের শিরোপা গেল অলরেডদের ঘরে। মৌসুমে এটা তাদের দ্বিতীয় শিরোপা। টিকে রইল কোয়াড্রপলের আশা।
টাই-ব্রেকারের নির্ধারিত প্রথম পাঁচ শটের শেষটি ফিরিয়ে চেলসিকে সুযোগটা এনে দিয়েছিলেন এডওয়ার্ড মেন্ডি। কিন্তু সাডেন ডেথে ফের মিস করে ফেলেন ম্যাসন মাউন্ট। তাতে যেন কারাবাও কাপের পুনরাবৃত্তি ঘটে।
শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে টাই-ব্রেকারে গড়ানো ম্যাচে চেলসিকে ৬-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিভারপুল। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র থাকার পর অতিরিক্ত সময়েও হয়নি কোনো গোল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ডেইলি বাংলাদেশ/এমকে