বাংলাদেশের অর্থনীতির ভিত অনেক মজবুত: সুজিত রায় নন্দী
প্রকাশিত: ২১:২০ ১৪ মে ২০২২ আপডেট: ১৩:২১ ১৫ মে ২০২২

শহিদ আহসানউল্লাহ মাস্টারের ১৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী- ছবি: ডেইলি বাংলাদেশ
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা কখনোই শ্রীলংকা হবে না। কারণ, আমাদের অর্থনীতির ভিত অনেক মজবুত। বাংলাদেশের অর্থনীতি নিয়ে স্বাধীনতাবিরোধীরা মিথ্যাচার করছে।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহিদ আহসানউল্লাহ মাস্টারের ১৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে অগ্রসরমান সোনার বাংলাই থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বের বুকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, বাংলাদেশে কখনো শ্রীলংকার মতো পরিস্থিতি হবে না। কারণ, আমাদের অর্থনীতির ভিত অনেক মজবুত। বাংলাদেশের অর্থনীতি নিয়ে স্বাধীনতাবিরোধীদের মিথ্যাচার দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
সুজিত রায় নন্দী বলেন, পদ্মাসেতু আজ দিনের আলোর মতো সত্য। পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল এগুলো এখন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। পদ্মাসেতু বিদেশিদের ঋণে নয়, নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। অপপ্রচার করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা স্তব্ধ করা যাবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ-সভাপতি হারুন উর রশীদ খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।
ডেইলি বাংলাদেশ/জেডআর/এইচএন