আম গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:১৬ ১৪ মে ২০২২

মাদারীপুর জেলার মানচিত্র: ফাইল ফটো
মাদারীপুরে আম গাছ থেকে পড়ে কাজল শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কুলপদ্বি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. কাজল শেখ ওই এলাকার মো. শুক্কুর আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির আম গাছে আম পাড়ার জন্য ওঠে কাজল। এ সময় অসতর্কতার কারণে গাছ থেকে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া ঘটনার সততা নিশ্চিত করে বলেন, আম গাছ থেকে পড়ে একজনের মারা যাওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ