দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২৫
টাঙ্গাইল প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:৩০ ১৪ মে ২০২২

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২৫ জন।
শনিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের গাংগাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শামীম। ৪৫ বছর বয়সী শামীমের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। তিনি প্রান্তিক পরিবহনের চালক ছিলেন।
মধুপুর থানার এসআই মামুনুর রশিদ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসে প্রান্তিক পরিবহনের একটি বাস। মধুপুরের গাংগাইর এলাকায় পৌঁছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মাহি পরিবহনের আরেকটি বাসের সঙ্গে প্রান্তিক পরিবহনের বাসটির সংঘর্ষ হয়। এতে দুই বাসের ২৬ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান।
ডেইলি বাংলাদেশ/এমআর