টুপি কিনতে গিয়ে নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান
প্রকাশিত: ১৫:২৯ ১৪ মে ২০২২

নিখোঁজ হাফেজ নাজিম উদ্দীন
বাজারে টুপি কিনতে গিয়ে নিখোঁজ হন হাফেজ নাজিম উদ্দীন। বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।
নাজিমের বাড়ি লক্ষ্মীপুর পৌর শহরে লামচরী এলাকায়। তার বাবার নাম কামাল উদ্দিন। তিনি স্থানীয় আল মহিম মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় একটি জিডি করেছেন নিখোঁজের বাবা।
জিডিতে উল্লেখ করা হয়, ঈদের ছুটি শেষে ১০ মে মাদরাসায় যাওয়ার জন্য টুপি কিনতে বাড়ি থেকে মায়ের সঙ্গে বাজারে যান নাজিম। কিছুক্ষণ পর ছেলেকে খুঁজে না পেয়ে বাড়ি ফেরেন মা।
নাজিমের বাবা কামাল উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে ১০ মে মাদরাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার ছোট ছেলে নাজিম। একপর্যায়ে টুপি কিনতে মায়ের সঙ্গে বাজারে গিয়ে আর ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাঁচদিনে তার কোনো সন্ধান মেলেনি।
সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, নিখোঁজের ঘটনা থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিভিন্ন স্থানে খবর নিচ্ছি। পুলিশ উদ্ধারে তৎপর রয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর