পুকুরের মরা মাছ তুলতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:০৭ ১৪ মে ২০২২

বিদ্যুৎস্পৃষ্ট: প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে জিহাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল হাসিম কুন্ডা ইউনিয়নের বেড়িবাঁধের পাশে জিহাদনগর এলাকার নুর মিয়ার ছেলে।
নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, উপজেলার কুন্ডা ইউনিয়নে জিহাদনগর এলাকায় একটি মৎস্য খামারের পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে। এই পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে আব্দুল হাসিম মরা মাছগুলো তুলতে পুকুরে নামেন। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ