গরু কিনতে যাওয়ার পথে নছিমন উল্টে ব্যবসায়ী নিহত
পাবনা প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:০০ ১৪ মে ২০২২

সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম আব্দুর রহমান। শনিবার (১৪ মে) সকাল ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাশিনাথপুর বাজার মহল্লার আব্দুল আওয়ালের ছেলে।
প্রত্যক্ষদর্শী আমির হোসেন বলেন, ব্যবসায়ী আব্দুর রহমান নছিমনে চড়ে কুষ্টিয়ায় গরু কিনতে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে সড়কে নছিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ী মারা যান।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ী আব্দুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ