মূর্তি অ্যাগুয়েরোর, দেখতে আরেক ফুটবলারের মতো!
প্রকাশিত: ১৪:০০ ১৪ মে ২০২২

ছবি: সংগৃহীত
ম্যানচেস্টার সিটিকে ২০১২ সালে একদম শেষ ম্যাচ ডে-র শেষ মুহূর্তে ঐতিহাসিক এক গোলের মাধ্যমে লিগ জিতিয়েছিলেন সার্জিও অ্যাগুয়েরো। সেই জয়ের এক দশক পর দলটির হোম গ্রাউন্ডের বাইরে নিজের একটি মূর্তি পেয়েছেন দলটির সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
সেই মূর্তি উন্মোচনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কারণ? সেই মূর্তির সঙ্গে নাকি অ্যাগুয়েরোর চেয়ে বরং অন্য এক ফুটবলারের মিল বেশি!
নব উন্মোচিত সেই মূর্তির অবয়বের সঙ্গে ফুটবল সমর্থকরা অ্যাগুয়েরোর চেয়ে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুজের সামঞ্জস্য বেশি খুঁজে পাচ্ছেন। আর সেটা নিয়েই নেট নাগরিকরা মেতেছেন হাস্যরসে। সেই আলোচনায় এবার যোগ দিয়েছেন খোদ জার্মান ফুটবলার নিজেও!
অ্যাগুয়েরোর মূর্তি উন্মোচনের পর বিবিসির প্রতিবেদক সাইমন স্টোন সেটার একটি ছবি সংযুক্ত করে টুইট করেছিলেন, ‘সার্জিও ইজ হিয়ার।’ সেই টুইট রিটুইট করে ক্রুজ লিখেছেন, ‘নিশ্চিত?’
অর্থাৎ জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ক্রুজ নিজেও যে আগুয়েরোর মূর্তির সঙ্গে নিজের বেশ মিল খুঁজে পাচ্ছেন। তবে অ্যাগুয়েরো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ডেইলি বাংলাদেশ/এএল