সিরিয়ায় সেনাবাহিনীর বাসে হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:৪২ ১৪ মে ২০২২

ছবি: সংগৃহীত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে দেশটির সেনাবাহিনীর একটি বাসে রকেট হামলা চালিয়েছে সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। এ ঘটনায় নিহত হয়েছেন ১০ সেনাসদস্য। এছাড়া আহত হয়েছেন আরো ৯ জন।
সিরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র রামি আবদেল রহমান এএফপিকে বলেন, দেশটির আলেপ্পোর আনজারা এলাকায় হামলার শিকার হয়েছে বাসটি। বাসের যাত্রীদের সবাই নিজেদের বাড়ির দিকে রওনা হয়েছিলেন।
আরো পড়ুন: উত্তর কোরিয়ায় ‘জ্বরে’ ২১ জনের মৃত্যু
হামলার দায় এখনো কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার না করলেও সিরিয়ার কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ও আলেপ্পোর সবচেয়ে বড় সশস্ত্র দল হায়াত তাহরির আল শাম (এইচটিএস) হামলায় পুড়ে যাওয়া সেই বাসের ছবি ও ভিডিও প্রকাশ করেছে।
সিরিয়ার এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, নিহত সেনারা শিয়া সম্প্রদায়ের ছিলেন এবং তাদের বাড়ি ছিল নুবল ও জাহরা শহরে।
সূত্র: আল জাজিরা
ডেইলি বাংলাদেশ/আরএএইচ